বাংলাদেশ ইউনিভার্সিটিতে পাঁচ দিনব্যাপী এ্যাডমিশন ফেয়ার শুরু

Bangladesh University
Bangladesh University

বাংলাদেশ ইউনিভার্সিটিতে পাঁচ দিনব্যাপী এ্যাডমিশন ফেয়ার রবিববার থেকে শুরু হয়েছে। ইউনিভার্সিটির মোহাম্মদপুরের নিজস্ব ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ কলা ও আইন অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইমামউদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) লে. কর্নেল (অব) মুনির আহমেদ, রেজিস্ট্রার মেজর নিয়াজ মোঃ খান (অব), বিভিন্ন বিভাগীয় প্রধান ও সেকশন প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার (পিআর) সোহেল আহসান নিপুসহ বিপুলসংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। ফল সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিন পরিদর্শনের সুযোগ পাবে। উল্লেখ্য, ফেয়ার চলাকালে ইউনিভার্সিটির ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফ ছাড়াও অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ৭টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার।

0 Comment "বাংলাদেশ ইউনিভার্সিটিতে পাঁচ দিনব্যাপী এ্যাডমিশন ফেয়ার শুরু"

Post a Comment

Thanks For Your Comment