জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিসের অধীনে সামার সেমিস্টার  ২০১৫ শিক্ষাবর্ষের সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) ভর্তির কার্যক্রম শুরু হয়েছে ১৫ মার্চ ২০১৫ ।ফাইন্যান্স,মাকেটিং,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস,ম্যানেজমেন্ট স্টার্ডিজ(এইচআরএম এবং এমআইএস) বিষয়ে আবেদনের সুযোগ রয়েছে।আবেদন করা যাবে ৮ এপ্রিল ২০১৫ পর্যন্ত । ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল ২০১৫ শুক্রবার বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ শাখা থেকে ৭৫০ টাকা জমা দিয়ে ভর্তির ফরম তোলা যাবে এবং এই (www.jnu.ac.bd) ওয়েবসাইট থেকেও ভর্তির ফরম তোলা যাবে ।ভর্তির ফরম পূরণ করে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ,সব পরিক্ষার সত্যায়িত সনদ ও নাম্বারপত্র এবং ফরম তোলার মানি রিসিটসহ ভর্তি শাখায় জমা দিতে হবে।

আবেদনের জন্য যোগ্যতা :
যেকোন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি ডিগ্রি পাসকৃ্তদের সাথে থাকতে হবে দুই বছর মেয়াদি মাস্টার ডিগ্রি ।প্রার্থীর কোন পরিক্ষায় তৃতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫০ গ্রহণযোগ্য নয়।

ভর্তির বিস্তারিত যানা যাবে ওয়েভসাইট এবং এই ঠিকানায়: 
রুম নাম্বার ৭১৯ (সপ্তম তলা),নিউ একাডেমিক বিডিং,ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।মোবাইল: 01917031849

0 Comment "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ)"

Post a Comment

Thanks For Your Comment