জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিসের অধীনে সামার সেমিস্টার ২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স  অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ভর্তির কার্যক্রম শুরু হয়েছে ১৫ মার্চ ২০১৫ ।ফাইন্যান্স এন্ড ব্যাংকিং,মাকেটিং,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস,হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে আবেদনের সুযোগ রয়েছে।আবেদন করা যাবে ৭ এপ্রিল ২০১৫ পর্যন্ত ।ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল ২০১৫ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। ইএমবিএ ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনূকূলে ৮০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অগ্রণী ব্যাংকে জমা দিয়ে ভর্তির ফরম তোলা যাবে ইএমবিএ অফিস এবং এই (www.ju.ac.bd) ওয়েবসাইট থেকে।ভর্তির ফরম পূরণ করে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সব পরীক্ষার সত্যায়িত সনদ ও নাম্বারপত্র,চাকরির অভিজ্ঞতা সনদ (যদি থাকে),ব্যাংক ড্রাফটের কপি সহ ভর্তি শাখায় জমা দিতে হবে।

আবেদনের জন্য যোগ্যতা :
যেকোন বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা তিন বছর মেয়াদি ডিগ্রি পাসকৃ্তদের সাথে থাকতে হবে দুই বছর মেয়াদি মাস্টার ডিগ্রি ।প্রার্থীর কোন পরিক্ষায় তৃতীয় বিভাগ বা সিজিপিএ ২.৫০ গ্রহণযোগ্য নয়।

ভর্তির বিস্তারিত যানা যাবে ওয়েভসাইট এবং এই ঠিকানায়: 
কো-আর্ডিনেটর, ইএমবিএ প্রোগ্রাম অফিস, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।মোবাইল 01925-06307

0 Comment "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)"

Post a Comment

Thanks For Your Comment