ইতালিতে স্কলারশিপ

ইতালির সুবিখ্যাত শহর মিলানে দেশটির অন্যতম নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান বোকোনি ইউনিভার্সিটির অবস্থান। ইতালি তো বটেই পৃথিবীর অন্যান্য দেশ থেকেও অনেকে পড়তে আসেন এ ভার্সিটিতে। বিজ্ঞানভিত্তিক কোনো বিষয় নিয়ে যাঁরা ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি নিতে চান তাঁদের জন্য বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপ অফার করছে।
অর্থের পরিমাণ : তিন বছরমেয়াদি ব্যাচেলর ডিগ্রির জন্য প্রতিবছর পাওয়া যাবে ১১ হাজার ৫০০ ইউরো। দুই বছরমেয়াদি মাস্টার্স শিক্ষাক্রমের শিক্ষার্থীরা প্রতিবছর পাবেন ১২ হাজার ইউরো। শুধু বিজ্ঞান বিভাগেই এই স্কলারশিপ দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া : অনলাইনে আবেদন করতে হবে। ভার্সিটির ওয়েবসাইটে নির্দিষ্ট ফরম পূরণ করে নির্দিষ্ট তারিখের মধ্যে সাবমিট করতে হবে।
ডেটলাইন : আবেদন প্রক্রিয়া চলবে মে মাস পর্যন্ত। ক্লাস শুরু হবে এই বছরের সেপ্টেম্বর থেকে। বিজ্ঞান নিয়ে ভালো ফলাফলের সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেছেন- এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। আবেদনপত্র এবং ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে- Bocconi Scholarship for International Students

0 Comment "ইতালিতে স্কলারশিপ"

Post a Comment

Thanks For Your Comment